হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা উদয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীরের’ শীর্ষ জঙ্গি নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া ছয়টি মামলা রয়েছে। এছাড়া তিনি একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর আদাবর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে।

universel cardiac hospital

সহকারী পরিচালক শিহাব করিম জানান, উদয় হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছেন।

শেয়ার করুন