সিলেটে টিলা ধসে চাপা পড়া বাবা-মা ও সন্তানের লাশ উদ্ধার

মত ও পথ ডেস্ক

আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও দুই বছরের শিশু তানিম
আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও দুই বছরের শিশু তানিম। সংগৃহীত ছবি

সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়া একই পরিবারের তিন জনের লাশ প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয়, বেলা দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই তিন জন হলেন চামেলীবাগ এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম।

universel cardiac hospital

এর আগে সকাল ৭টার দিকে চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাত জন। তাৎক্ষণিকভাবে চার জনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী।

সিলেট শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মাটি চাপা পড়া তিন জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তিন জনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকেই নগরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নগরের চামেলীবাগ এলাকায় একটি টিলাধস হয়। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাত জন সদস্য।

শেয়ার করুন