কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এসব তথ্য জানান। খবর রয়টার্সের। কুয়েত পুলিশের কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাস বলেন, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।
আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, যে ভবনে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকেরা থাকতেন। ঘটনার সময় বিপুলসংখ্যক শ্রমিক সেখানে ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যজনকভাবে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটায় অনেকে মারা যান। আবাসিক ভবনে একসঙ্গে এত বেশি শ্রমিকের গাদাগাদি করে থাকা নিয়ে সবসময়ই সতর্ক করা হয় বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।