কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে। প্রসঙ্গটি এবার উঠে এসেছে বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি–৭ সম্মেলনেও। ইতালিতে অনুষ্ঠিত এ সম্মেলনের এক বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে গিয়ে যেন মানুষের মর্যাদা কমে না যায়- বিশ্বনেতাদের দিকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পোপ। খবর এপির।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে এ বক্তব্য দিতে জি–৭ সম্মেলনে আসেন পোপ ফ্রান্সিস। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সম্মেলনে এর আগে কোনো পোপ বক্তব্য রাখেননি।
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে বিশেষ এই বক্তব্যে ফ্রান্সিস বলেন, রাজনীতিবিদদের উচিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করা। এতে অস্ত্র বা অন্যন্য নিরীহ যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সবসময়েই মানুষের হাতে থাকবে, কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে নয়।