ইসরায়েলের একটি ‘সহিংস উগ্রপন্থী’গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া এবং ত্রাণসামগ্রী নষ্ট করার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গতকাল শুক্রবার তিজাভ নাইন নামের সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংগঠনটির সদস্যরা ত্রাণবাহী ট্রাকে লুটপাট চালিয়েছে ও আগুন দিয়েছে। খবর আল জাজিরার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি।’