এবার সারা দেশে কোরবানি উপলক্ষে গবাদি পশু মজুত ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। এরমধ্যে বিক্রি হয়েছে ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু। সে অনুযায়ী ২৩ লাখ ৫৯ হাজার ১৩৯টি অবিক্রীত থেকে গেছে।
সোমবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এতে বলা হয়েছে, এ বছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার, আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়।
তবে অন্যান্য বিভাগের হিসাব এখনো দেয়নি প্রাণিসম্পদ অধিদপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, বিক্রি হওয়া মোট পশুর এই সংখ্যা দিয়ে কোরবানিকৃত পশুর সংখ্যা নিরূপণের সুযোগ নেই। কারণ এর সঙ্গে গৃহপালিত যেসব পশু বিক্রি হয়েছে সেগুলো যুক্ত হবে। ফলে সংখ্যাটি বাড়বে।
মোট কোরবানিকৃত পশুর সংখ্যা নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।