ভিয়েতনামের উদ্দেশে উত্তর কোরিয়া ছেড়েছেন পুতিন

মত ও পথ ডেস্ক

ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিয়েতনামের উদ্দেশে উত্তর কোরিয়া ছেড়েছেন। সেখানে তিনি দুই দিন থাকবেন। পুতিনকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

এদিকে পুতিনের সফর উপলক্ষে ভিয়েতনামের ‘নিহান দ্যান’ নামের একটি সংবাদপত্রে তার লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইউক্রেন সংকটে ভিয়েতনাম ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর বিবিসি ও তাসের।

প্রবন্ধে পুতিন লেখেন, ‘ইউক্রেন সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার আমরা আমাদের ভিয়েতনামের বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। এ সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে বাস্তবসম্মত উপায় বের করার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করায় তাদের ধন্যবাদ। আমাদের দুই দেশের বিদ্যমান সম্পর্কের ভিত্তিতেই এসব কিছু হচ্ছে।’

ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর। সফরে তার সঙ্গে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

শেয়ার করুন