পাকিস্তানে জ্যেষ্ঠ সাংবাদিককে গুলি করে হত্যা

মত ও পথ ডেস্ক

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

পাকিস্তানের খাইবার জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে এক জ্যেষ্ঠ সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম খলিল জিবরান (৫০)। গতকাল বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন। খবর ডনের।

২০০১ সালে সাংবাদিকতা পেশায় আসা এই সাংবাদিক পশতু ভাষার বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কাজ করেন। তিনি দুই দফায় লান্দি কোতাল প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন।

universel cardiac hospital

পুলিশ ও পরিবার জানায়, গত মঙ্গলবার জেলার সুলতানখেল এলাকার মাজরিনা নামক স্থানে এক নৈশভোজে অংশ নিতে যান খলিল। অনুষ্ঠান শেষে কয়েকজন বন্ধু ও স্থানীয় এক আইনজীবীর সঙ্গে গাড়িতে করে ফিরছিলেন তিনি। গাড়িটি লান্দি কোতাল এলাকায় পৌঁছালে দুই বন্দুকধারী গাড়িটির গতি রোধ করে এবং খলিলকে টেনেহিঁচড়ে বের করে নেয়। এ সময় অন্য আরোহীদের গাড়ি থেকে বের হয়ে যেতে বলে বন্দুকধারী ব্যক্তিরা। তাদের ক্ষতি করবেন না বলেও জানায় তারা।

একপর্যায়ে বন্দুকধারীরা এই সাংবাদিককে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শেয়ার করুন