২০০৮ সালে গোপনে শাকিব খানের গলায় মালা দেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ১০ বছর লুকিয়ে সংসারের পর ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। এরপর আর নতুন করে বিয়ের কথা ভাবেননি অপু।
অন্যদিকে দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। শোবিজাঙ্গনে দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও এখনো বিয়ে করেননি এই অভিনেতা। যেই বিষয়টি সম্পূর্ণ অজানা ছিল অপু বিশ্বাসের।
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে সজলের বিয়ে না করার খবর জানতে পেরে রীতিমতো চমকে যান নায়িকা। অবাক হয়ে সজলকে প্রশ্ন করেন, ‘আপনি এখনো বিয়ে করেননি?’ জবাবে অভিনেতা বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার।
অপু বলেন, ‘আমি যখন গতবছর তার একটা সিনেমা দেখলাম, তখন অনেককে বলেছিলাম- তার বাচ্চা সিনেমাটা দেখলে খুব খুশি হবে! কিন্তু আপনি বিয়েই করেননি!’
এরপরই অপু সজলের কাছে জানতে চান, প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা? জবাবে অভিনেতা বলেন, ‘কে না থাকে সম্পর্কে? সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় দিতে হবে তো।’
অপু বিশ্বাস বলেন, ‘আমরা মা হয়ে যাচ্ছি, ছেলের বিয়ের কথা ভাবছি।’ তারপর সজল বলেন, ‘কোনো সমস্যা নেই। তখন সবকিছু একসঙ্গে হবে। জন্ম-মৃত্যু, বিয়ে সবকিছু আল্লাহর হাতে।’
উপস্থাপক এরপর শাকিব খানের বিয়ে নিয়ে জানতে চান অপু বিশ্বাসের কাছে। জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব খানের বিয়ে নিয়ে কোনো মন্তব্য তো আমার কাছ থেকে আসেনি। যারা বলেছেন, তারাই হয়তো বলতে পারবেন এ বিষয়ে।’
সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জানি আমি যা করছি তা সঠিক। এজন্য যে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তা বলুক না কেন, তাতে কোনো দুঃখ পাই না। এসব শুনে আমি কখনো অমার রুটিনের বাইরেও যাই না। অপু বিশ্বাস কাজ করছে কি করছে না, তা অপু বিশ্বাস নিজেও জানে। এমনকি কখন সিনেমার শুটিং করব, তাও ভালোভাবেই জানি। আমি তো আমার ট্র্যাকেই চলি।’