ইইউর সদস্য হওয়ার পথে আরও এগোল ইউক্রেন

মত ও পথ ডেস্ক

ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

প্রায় আড়াই বছর ধরে রাশিয়ার হামলা মোকাবিলা করে চলেছে ইউক্রেন। দেশটির সরকার যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণ করতে আগে থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সমন্বয় করে চলেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্য স্থির করেছে ইউক্রেন। খবর ডয়চে ভেলের।

ইউক্রেনের ভূখণ্ডের একটা উল্লেখযোগ্য অংশ রাশিয়ার দখলে থাকায় এখনই ন্যাটো সদস্য হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ইইউর সদস্য হওয়ার পথে যথেষ্ট দ্রুতগতিতে এগিয়ে চলেছে তারা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলার পরেই ইউক্রেন ইইউতে যোগদানের আবেদন করেছিল।

গতকাল মঙ্গলবার ইইউ কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগেই ইইউতে যোগ দিয়েছে। এবার আরও দুটি দেশের আবেদনের ভিত্তিতে জটিল প্রক্রিয়া শুরু হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে জর্জিয়াও প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শেয়ার করুন