গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা একাত্তর’ নেতারা। সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজীর নেতৃত্বে আমরা একাত্তরের কেন্দ্রীয় নেতারা শুক্রবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতে ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, আধুনিক চেতনা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং বাঙালি সংস্কৃতি বিকাশে করণীয় সম্পর্কে নাতিদীর্ঘ অনানুষ্ঠানিক আলোচনা হয়। ১৯৭৫ পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেল জুলুমের স্মৃতিকথা উঠে আসে।
১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের জন্য অধিকতর পরিকল্পিত উদ্যোগ ও নতুন প্রজন্মের মননে মুক্তিযুদ্ধের মর্মবাণী, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশকে ত্বরান্বিত করার বিষয়ে ঐক্যমত আলোচিত হয়। বিশেষত মানব ইতিহাসের স্বল্পতম সময়ে বৃহত্তম নৃশংস গণহত্যার সাক্ষী খুলনা জেলার চুকনগরে যথোপযুক্ত স্মৃতিপ্রান্তর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।