এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৯ জন পরীক্ষার্থীকে। আজ রোববার (৩০ জুন) সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাধারণ ৮টি শিক্ষাবোর্ডে রোববার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন। আর বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৬০১ জন, রাজশাহীতে ১ হাজার ৫০৮ জন, যশোরে ১ হাজার ৩২৮ জন, কুমিল্লায় ১ হাজার ১৫৬ জন, দিনাজপুরে ১ হাজার ১৩ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন ও ময়মনসিংহে ৬৬২ জন। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি ময়মনসিংহে ১১ জন।