ভারতে পদদলিত হয়ে মৃত বেড়ে ১১৬

মত ও পথ ডেস্ক

অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে মৃতদের। ছবি : এএফপি

ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

জানা গেছে, অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই দুর্ঘটনা ঘটে। পদদলিত হন অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় প্রশাসন।

হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। তখনই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ বা ভক্ত সমাবেশে দুর্ঘটনা ঘটেছে। ঠিক কীভাবে এমনটা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে একটি তদন্ত কমিটি ঘঠনের নির্দেশ দিয়েছেন তিনি। ওই কমিটির নেতৃত্ব দেবেন আগ্রা কমিশনারেটের ডিজিপি।

সূত্র: এনডিটিভি

 

শেয়ার করুন