বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ ১২তম

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

বায়ুদূষণের শীর্ষে আজ উগান্ডার কামপালা। অন্যদিকে, দূষণমাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। শনিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কামপালার দূষণ স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই শহরটির দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ সেখানকার বাতাসের মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একই সঙ্গে কুয়েতের কুয়েত সিটি শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ১২ নম্বরে। ঢাকার বায়ুর দূষণ স্কোর ৯২ অর্থাৎ এখানকার বাতাসের মান মাঝারি বা ভালো মানের। একই সময়ে পাকিস্তানের করাচি এবং ভারতের দিল্লির বাতাসের মানও মাঝারি বা ভালো অবস্থানে রয়েছে।

শেয়ার করুন