রেমিট্যান্সের নিম্নমুখী প্রবাহ দিয়ে নতুন অর্থবছর শুরু

মত ও পথ ডেস্ক

রেমিট্যান্স
ফাইল ছবি

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছর প্রবাসী আয়ের একটি ভালো পারফর্মেন্স দিয়ে শেষ হয়েছে। সে হিসেবে তুলনামূলক কম রেমিট্যান্স দিয়ে শুরু হলো নতুন অর্থবছর ২০২৪-২৫।

নতুন বছরের প্রথম ৬ দিনে এলো ৩৭ কোটি ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে প্রতিদিন প্রবাসী আয় এসেছে চার হাজার ৩৩৫ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।

এ রেমিট্যান্স আগের বছরের প্রতিদিন বা অব্যাবহতি মাস জুন অথবা আগের বছরেরই প্রথম মাস জুলাইয়ের চেয়ে কম।

রোববার (৭ জুলাই) দিনশেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, নতুন বছরের প্রথম ৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ১৭ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার। আগের মাসে জুনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৭ মার্কিন ডলার। আগের অর্থবছরের জুলায়ে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৭ ডলার। আর পুরো বছরে গড় প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৫৫ লাখ ২১ হাজার ২৮৮ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছর প্রবাসী আয় নিম্নমুখী ধারায় সূচনা করলো।

ছয় দিনে রাষ্ট্রায়ত্ব খাতের বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৭২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ লাখ ৮০ হাজার ডলার।

শেয়ার করুন