ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে বড় বিপর্যয় নেপালে। রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে গিয়ে পড়লো দুইটি যাত্রীবাহী বাস। শুক্রবার (১২ জুলাই) সকালের দিকের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ অন্তত ৬০ জন যাত্রী।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দু’টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সবাই।
গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টি হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।
চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, বাসগুলো যখন রাস্তা ধরে এগোচ্ছিল, সেই সময়েই ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে দু’টি বাসই নদীতে গিয়ে পড়ে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। দু’টি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের কর্মকর্তা।