সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর বিকেল ৫টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলাভবন, লেকচার থিয়েটার ভবন ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে হয়ে ফের শাহবাগ অবরোধ করেন। এর এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০মিনিটের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।