ইদ্দত মামলায় খালাস ইমরান ও বুশরা বিবি

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

টানা কয়েক মাস ধরে আইনি লড়াই চালিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শনিবার দেশটির একটি জেলা ও দায়রা আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইদ্দত মামলা বাতিল করেছেন। এটি মূলত ইসলামি বিধিবহির্ভূত নিকাহর মামলা। অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজোকা সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন। খবর জিও নিউজের।

এ বছরের ফেব্রুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অনৈসলামিকভাবে বিয়ের অভিযোগ আনেন সাবেক স্বামী খাওয়ার মানেকা এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের জন্য এই রায়ের তাৎপর্য রয়েছে। গত বছরের আগস্ট থেকে তোশাখানা দুর্নীতি মামলাসহ ৮ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইমরানের বিরুদ্ধে আরও কিছু মামলা দায়ের করা হয়। এসব মামলায় ইমরান খান জেলে রয়েছেন। ফলে ইদ্দত মামলায় খালাসের আদেশ তার জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

শেয়ার করুন