চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। পরদিন দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। কারফিউ জারির পর স্থবির হয়ে পড়ে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও জনজীবন।
শুক্রবার ১২ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। এর আগের দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ৯ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল। এই তিন দিনে স্বাভাবিক হতে শুরু করে ব্যবসা-বাণিজ্য, বন্দরের কার্যক্রম ও সাধারণ জনজীবন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মত ও পথকে বলেন, চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই আরও দুই ঘণ্টা কারফিউ শিথিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।