বিশ্ব ‘তীব্র তাপ মহামারিতে’ ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে বৃদ্ধি পাওয়া তাপপ্রবাহে লাগাম টানতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার গুতেরেস বলেন, ‘শত শত কোটি মানুষ তীব্র তাপ মহামারির মুখে পড়েছে। দিন দিন বাড়তে থাকা প্রাণঘাতী তাপপ্রবাহে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, এটি তার অর্ধেক।’
ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা প্রকল্পের অধীন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান কোপারনিকাস নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১, ২২ ও ২৩ জুলাই ছিল বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এর মধ্যে ২২ তারিখে বিশ্বের গড় তাপমাত্রা রেকর্ড ১৭ দশমিক ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আজ আমরা তীব্র তাপপ্রবাহের দিকে নজর দিচ্ছি। তবে এটা ভুলে গেলে চলবে না যে জলবায়ু সংকটের আরও অনেক ধ্বংসাত্মক প্রভাব রয়েছে। যেমন আরও তীব্র ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ অনেক কিছু।’