দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে।
শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ কথা জানিয়েছে। অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৫ জনের। রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।
দেশে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ২৯৮। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮৭৯। আর মারা গেছেন ২৯ হাজার ৪৯৯ জন।