ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রোববার একটি অনুষ্ঠানে এ অনুমোদন দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের।
চলতি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মধ্যপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান। আগামী মঙ্গলবার তার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। এমন সময় তিনি এ দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন গাজা যুদ্ধ ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত ঘিরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা অনুষ্ঠানে পেজেশকিয়ানকে অনুমোদন দেওয়ার পর খামেনি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়। এটি একটি অপরাধী গোষ্ঠী, খুনিদের আশ্রয়দাতা ও সন্ত্রাসী বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে প্রতিরোধের জন্য হামাসের প্রশংসা করেন খামেনি।