অলিম্পিকের পদক তালিকায় এখনও শীর্ষে জাপান

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

আরও একটা দিন অলিম্পিক পদক তালিকার শীর্ষে থাকল এশিয়ান দেশ জাপান। ৭ সোনা, ২ রুপা, ৪ ব্রোঞ্জসহ মোট ১৩ পদক নিয়ে সবার ওপরে জাপান। গতকালও নিজেদের টালিতে আরেকটি সোনা যোগ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে এশিয়ান দেশটি। খুব একটা পিছিয়ে নেই চীন এবং অস্ট্রেলিয়া।

দুই এবং তিনে থাকা চীন ও অস্ট্রেলিয়া পেয়েছে ৬টি করে সোনা। চীনের ঝুলিতে অবশ্য আছে ৬ রৌপ্য। অস্ট্রেলিয়ার ৪টি। যুক্তরাষ্ট্র অবশ্য পদকের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে। ৪ সোনার সঙ্গে আছে ১১ রুপা এবং ১১ ব্রোঞ্জ। সবচেয়ে বেশি ২৬ পদক তাদের।

এবারের অলিম্পিকে এখন পর্যন্ত ২১ দেশ পেয়েছে অন্তত একটি সোনা। সবমিলিয়ে ৪৩টি দেশ অন্তত একটি পদক নিশ্চিত করেছে।

দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
জাপান ১৩
 চীন ১৪
অস্ট্রেলিয়া ১১
 ফ্রান্স ১৮
দক্ষিণ কোরিয়া ১১
যুক্তরাষ্ট্র ১১ ১১ ২৬
গ্রেট ব্রিটেন ১২
ইতালি ১১
কানাডা
হংকং

**বাংলাদেশ সময় ৩১ জুলাই সকাল ৯টা পর্যন্ত

গতকাল দুই সোনা পেয়ে পদক তালিকায় বড় লাফ দিয়েছে গ্রেট ব্রিটেন। চীনের কি ইং ও গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলে ট্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। আর দিনের শেষ ইভেন্টে ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জয় করে তারা।

যুক্তরাষ্ট্রের একমাত্র সোনা এসেছে নারীদের দলগত জিমন্যাস্টিকসে। সিমোন বাইলসের হাত ধরে সোনা জিতল আটলান্টিক পাড়ের দেশটি।

শেয়ার করুন