সায়েন্স ল্যাব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী–তরুণেরা। শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে যান তারা। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করে যে যার মতো চলে যান। এর আগে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়েছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টা ১০ মিনিটে শাহবাগের সড়ক ছেড়ে দিয়ে সায়েন্স ল্যাব অভিমুখী সড়ক ধরে মিছিল নিয়ে যাত্রা করেন আন্দোলনকারীরা। তারা সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ৫টা ৪০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবের সড়কও ছেড়ে দেন আন্দোলনকারী। পরে যে যার মতো চলে যান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সায়েন্স ল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেল ৪টা ১২ মিনিটে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্স ল্যাবে শুরুতে কয়েক শ শিক্ষার্থী-তরুণ আন্দোলনকারী বিক্ষোভ করলে শাহবাগ অভিমুখী মিছিলে যোগ দেন কয়েক মানুষ।

শেয়ার করুন