রাজধানীর সায়েন্স ল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেল চারটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্স ল্যাবে কয়েক শ শিক্ষার্থী ও আন্দোলনকারী বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে যোগ দেন হাজারো মানুষ।
বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে। এখন সেখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শাহবাগ থানার সামনে অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ-যুবক। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।