জামায়াতকে নিষিদ্ধের কথিত নিন্দা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

একাত্তরের যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের কথিত ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে দলটির মিত্র ও সহযোগী বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত ‘নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক’। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় করে এর দায় বিরোধী দলের ওপর চাপাতে চায়।

বৃহস্পতিবার রাতে মত ও পথসহ জাতীয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তার দাবি, যখন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আন্তর্জাতিক সংগঠন সরকারকে জবাবদিহি করতে বলছে; তখনই বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ও চাপে রাখতে বিরোধী দলের ওপর দায়দায়িত্ব চাপানোর অংশ হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

শেয়ার করুন