১০ জনের মিশরকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ফ্রান্স

মত ও পথ ডেস্ক

ছবি : ইন্টারনেট

লড়াইটা জমিয়ে তুলেছিল মিশর। আগে গোলও পেয়েছিল মিশরীয়রা। কিন্তু অতিরিক্ত সময়ে একটি লালকার্ডই কাল হলো তাদের। অবশেষে ১০ জনের মিশরকে ৩-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে চলে গেছে ফ্রান্স অনুর্ধ্ব-১৯ দল। এতে ৪০ ব্ছর পর প্রথম অলিম্পিক পদক পেলো ফ্রান্স।

গতকাল মঙ্গলবার রাতে ফ্রান্সের লিঁওতে খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। ৬২ মিনিটে লিড নিয়েছিল মিশর। এই গোল ৮৩ মিনিটে শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় পায় ফরাসিরা।

ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন জ্যাঁ ফিলিপে মাতেতা। তার পা থেকেই সমতাসূচক গোলটি পায় ফ্রান্স। মিশরের ওমর ফায়েদ লালকার্ড (৯২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড) দেখার পর ফরাসিদের ২-১ ব্যবধানে এগিয়েও দেন ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯৯ মিনিটে দুর্দান্ত হেডের মাধ্যমে করেন মাতেতা।

১০৮ মিনিটে মাইকেল অলিসের গোলে ব্যবধান ৩-১ করে ফ্রান্স। ১২০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে থিয়েরি হেনরির শিষ্যরা।

আগামী শুক্রবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় নির্ধারণী (বোঞ্জ পদক) ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে মিশর।

শেয়ার করুন