আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

মত ও পথ ডেস্ক

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে জামায়াত নেতারা। সংগৃহীত ছবি

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় পীরগঞ্জের জাফর পাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান।

এছাড়া নিহতের পরিবারকে এক লাখ টাকা নগদ ও তার পরিবারের পাশে সারাজীবন থাকার ঘোষণা দেন তিনি। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের আওতায় আনা হবে বলেও জানান জামায়াতের আমির।

এর আগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদরাসার মাঠে হেলিকপ্টার থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ।

শেয়ার করুন