আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক

সিপিবি
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করতে হবে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি বলেছে, বৈষম্যবিরোধী গণ–আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে ভাঙচুর, লুটপাট ও নয়া দখলদারত্ব সামঞ্জস্যপূর্ণ নয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে এক সমাবেশে এসব কথা বলেন সিপিবির নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবিতে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে শহীদদের রক্ত ও গণ–অভ্যুত্থান বৃথা যেতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেছেন সিপিবি নেতারা।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়। শহীদের রক্তের পথ ধরে সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সব বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রতি দেশের জনগণের সদা সতর্ক দৃষ্টি থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন