দুই ছাত্রসংগঠনের বিবৃতি: ছাত্রশিবিরসহ প্রতিক্রিয়াশীল সংগঠনের সঙ্গে কোনো প্রক্রিয়ায় জড়িত নই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সভায় উপস্থিত থাকার ব্যাপারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বামপন্থী দুই ছাত্রসংগঠন।

বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে এই মর্মে খবর প্রচারিত হয়েছে যে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সভা করেছে। সেই সভায় উপস্থিত সংগঠনগুলোর তালিকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম দেখে আমরা বিস্মিত। এ সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রাহয়ান উদ্দিন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ যৌথ বিবৃতিতে বলেন, ‘ওই সভায় ইসলামী ছাত্রশিবিরসহ অন্য মৌলবাদী-সাম্প্রদায়িক ছাত্রসংগঠনগুলোর উপস্থিতি সারা দেশের গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে হতবাক করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের অবসান হয়েছে। এই অভ্যুত্থানে আমরা দুই সংগঠন সারা দেশে সর্বাত্মকভাবে অংশ নিয়েছি, আন্দোলন ত্বরান্বিত করার চেষ্টা করেছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভ্যুত্থান–পরবর্তী সময়ে ছাত্রসমাজের করণীয় প্রশ্নে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্যের নামে ছাত্রশিবিরসহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের সমন্বয়ে পরিচালিত কোনো প্রক্রিয়ার সঙ্গে আমরা যুক্ত নই। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও মৌলবাদবিরোধী সংগ্রাম আমরা সমান গুরুত্বের সঙ্গেই দেখি। ফলে প্রচারিত এই খবরে আমরা ছাত্রসমাজকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাই এবং আগামী দিনে স্বৈরাচার-ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও মৌলবাদ-সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রাম সমানভাবে বেগবান করার জন্য আপামর ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই।’

শেয়ার করুন