পুলিশের খোয়া যাওয়া ৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। আজ বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় র‌্যাব সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ৯৭টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের বার্তায় আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সারা দেশে থানা-পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে। এ পরিপ্রেক্ষিতে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় ফেরত প্রদান করতে র‍্যাব আহ্বান জানায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন