ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। এতে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের।

১০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ফের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সহায়তার ঘোষণা এল।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ২৪০ জন।

ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি বৈঠকে বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে ইসরায়েল আপনাদের নিন্দাকে পাত্তা দেয় না।

জাতিসংঘের মানবিক সংস্থা ইউএনএসসিকে জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের হামলা প্রায়ই দেখা যাচ্ছে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আরও বেশ কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েল। কারণ সেখানে হামলা চালানো হবে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন