পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টির অধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আকস্মিক এই বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এমতাবস্থায় মানবিক দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলমত নির্বিশেষে দেশের সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শ্রেণিপেশার বিত্তবান মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসা উচিত। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে আসুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।
ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো মানুষকে দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পুনর্বাসন করতে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও দপ্তর সংস্থাসমূহ কার্যকর পদক্ষেপ নিবেন বলে আশা করছি। এতদ্ব্যতীত, ত্রাণ-পুনর্বাসন প্রক্রিয়ায় সরকারকে সর্বসাধারণের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।