পোশাক শিল্পে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানির অভিযোগে ইসতিয়াক আহম্মেদ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
এর আগে ফেসবুকে ইসতিয়াক আহম্মেদ হৃদয় নিজেকে বিএনপি কর্মী হিসেবে দাবি করেন। ফেসবুকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ চেয়েছিল গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামিয়ে তাদের দিয়ে নাশকতা করার জন্য। যেহেতু অরাজকতা রাজপথে হয়, প্রকাশ্য দিবালকে হয়, আমি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে তাদের রাস্তা থেকে উঠিয়ে গার্মেন্টসের কাজে পাঠাতে সক্ষম হয়েছি। জিয়ার সৈনিক হওয়ার জন্য কয়েকদিন আগেও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছি। কিন্তু জিয়ার সৈনিকরা কখনো হার মানে না। যতদিন জীবন আছে ততদিন আল্লাহর রহমতে জিয়ার সৈনিক হয়ে থাকবো ইনশা আল্লাহ।’