হযবরল মামলা পর্যালোচনায় গঠিত কমিটি

আলমগীর এ. রউফ. চৌধুরী

ইউনূস সরকার হাসিনা সরকার বিদায়ের পর সারাদেশে একটি অশুভ শক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে পুঁজি করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা কেউ কেউ মামলা-বাণিজ্য এর কথা মনে রেখে নামে বেনামে উদ্দেশ্য প্রণোদিতভাবে এলোপাথারিভাবে যে সমস্ত ভিত্তিহীন মামলা দাঁড় করাতে গিয়ে প্রকৃত দোষীদের আড়াল করতে অশুভ তৎপরতায় লিপ্ত হয়েছে, সে সব মামলা-মোকদ্দমার আসামীদের অভিযুক্তদের কথা শুনে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে।

শুভ বুদ্ধিসম্পন্ন দেশবাসী সরকারের এই উদ্যোগকে স্বাগতঃ জানায়। দেশের শান্তিপ্রিয় মানুষের পক্ষে আমরা মনে করি যে, সত্যি সত্যি আন্তরিকতার সাথে সরকার যদি নিজের কাজ আঞ্জাম দিতে পারে, তা হলে একটা শুদ্ধ কাজ হবে। সরকারের এই শুভ উদ্যোগের ফলে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখী করা যাবে, তেমনি নিরপরাধ শান্তিপ্রিয় মানুষেরা মামলা বাণিজ্যসহ নানা ধরনের অপরাধমূলক হয়রানি থেকে মুক্তি পাবে।

আশা করি সরকার নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে যথার্থ নিরপেক্ষতা নিয়ে কাজ করবে।

লেখক: রাষ্ট্রচিন্তক

শেয়ার করুন