আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছাত্র-জনতা ঐক্যের জোরেই পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐক্যর বিষয়েই এবার ছাত্র-জনতাকে সচেতন করলেন ফারুকী।
শনিবার মধ্যরাতে ‘একটি গিটারের কথা’ শিরোনামে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই নির্মাতা। সেখানে তিনি ঐক্যের গুরুত্ব সম্পর্কে লিখেছেন। বোঝাতে চেয়েছেন, যে ঐক্যের জোরে ফ্যাসিস্টের পতন হয়েছিল, সেই ঐক্যের অভাবই এখন তাদের আনন্দের খোরাক জোগাবে।
ফারুকীর ভাষায়, ‘ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাটলিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে। আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে।’
নির্মাতা লিখেছেন, ‘আপনারা যত বিরোধে জড়াবেন তারা তত আনন্দে গিটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা পরস্পরবিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গিটার বাজাতে দিবেন। শুভরাত্রি।’