কানপুর টেস্ট: ভেজা আউটফিল্ড, খেলা শুরু হতে বিলম্ব

ক্রীড়া ডেস্ক

কানপুর টেস্টের তৃতীয় দিন আজ। কাল রাতে বৃষ্টি হলেও রোববার সকাল থেকে অবশ্য বৃষ্টি নেই। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ চলছে।

গ্রিন পার্কে ম্যাচের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন বিরতির পর টানা বৃষ্টির কারণে হারিয়ে যায় বেশিরভাগ ওভার। দ্বিতীয় দিন এক বলও খেলা সম্ভব হয়নি। সকাল থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে চা বিরতির কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।

৩ উইকেটে ১০৭ রান নিয়ে রোববার খেলা শুরুর আশায় বাংলাদেশ। ৮১ বলে ৪০ রানে অপরাজিত মুমিনুল হক। মুশফিকুর রহিম খেলছেন ১৩ বলে ৬ রানে।

শেয়ার করুন