এলপিজির দাম হ্রাস করুন

সম্পাদকীয়

এলপিজি রপ্তানি
ফাইল ছবি

কথিত কর্তৃত্ববাদী সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে দুই দফায়। প্রথম ধাপে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা এবং দ্বিতীয় ধাপ ৩৫ টাকা বাড়ানো হয়েছে। শেখ হাসিনার আমলে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল যেখানে ১ হাজার ৩৭৭ টাকা ইউনূসের আমলে সেটি ১ হাজার ৪৫৬ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসা সরকারের আমলে জনগণকে একই পণ্য পতিত সরকারের চেয়ে ৭৯ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে।

এদিকে নতুন করে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন শহর ও গ্রামের নিম্ন আয়ের মানুষেরা। একদিকে চাল, ডাল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আরেক দিকে গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবীকা নির্বাহে যেন মড়ার উপর খাঁড়ার ঘা রূপে হাজির হয়েছে। এমতাবস্থায় আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলব, কথার ফুলঝুরি না ছিটিয়ে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মনোযোগ দিন এবং অনতিবিলম্বে এলপিজির দাম কথিত কর্তৃত্ববাদী সরকারের আমলে যত টাকা ছিল তত টাকায় হ্রাস করে আনুন।

শেয়ার করুন