আওয়ামী লাগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবের হোসেনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, সাবেক এই মন্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‘গ্রেফতারের পর সাবের হোসেন চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’— বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ছিলেন ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গত ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনে একই আসন থেকে এমপি হওয়ার পর দ্বাদশ সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পান।