নিরাপদ দূরত্বে বসে নেতৃত্বের প্রয়াস গ্রহণযোগ্যতা পাবে না

আলমগীর এ. রউফ চৌধুরী

সম্পাদকীয়

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিদেশের মাটিতে বসে (শুধু ভারত নয়) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কোনো কোনো নেতা এবং (আওয়ামী লীগের নেতৃত্বকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বলে মনে করেন) এমন অনেকে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন। তাঁদের তৎপরতায় অনেক তথ্য উঠে আসছে এবং অনেক যৌক্তিকতা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে-

ক. বিদেশের নিরাপদ দূরত্বে বসে নেতৃত্বের প্রয়াস চক্রান্ত হিসেবে বিবেচিত হবে এবং এটা জনগণের মাঝে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না;

খ. নেহত্ব দিতে হলে পৈতৃক বা মাতৃক সূত্রে নয়, উত্তরাধিকার ভিত্তিক নয়, জনগণের মাঝে থেকে সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবেলা করে (আইনীভাবে যদিও আটকের যথেচ্ছাচার ও যাচ্ছেতাই রকমের পুলিশী অপব্যবহার মারাত্মক আঁকার ধারণ করছে বলে অভিজ্ঞ মহলের ধারণা- ও সাংগঠনিকভাবে) এগুতে হবে; এবং

গ. জনগণ চায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে সাংগঠনিক ও আইনীভাবে দুঃসহ অবস্থা মোকাবেলা করে দেশে ফিরে আসুন এবং

ঘ. বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাতিল করে একটি শক্তিশশী গ্রহনযোগ্য ও (ভাঁড় ও অপদার্থদের বাদ দিয়ে এবং সরকারের শেষ সময় যারা জবরদস্তির পক্ষ নিয়েছিলেন তাদের বাদ দিয়ে) একটি কার্যকর কমিটি গঠন করে দেশে ফেরত আসবেন।

লেখক: রাষ্ট্র চিত্তক ও ইসলামি চিন্তাবিদ

শেয়ার করুন