বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ বুধবার (১৬ অক্টোবর) এক শোকবার্তায় মোকতাদির চৌধুরী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা, সাবেক সফল কৃষিমন্ত্রী, অগ্নিকন্যাখ্যাত বেগম মতিয়া চৌধুরীর মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। গণতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তাঁর অনন্য অবদান এদেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি আরও বলেন, রাজপথে আন্দোলনের সহযোদ্ধা মতিয়া চৌধুরীর মৃত্যুর সংবাদ আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি এই বর্ষীয়ান রাজনীতিবিদের মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।’