প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের শেখ রাসেল দিবস উদযাপন

রংপুর প্রতিনিধি

চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে রংপুরের পীরগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। উপজেলার অন্নদানগরে পাঠাগার ভিত্তিক সংগঠন ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’ এই উৎসবের আয়োজন করে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে শেখ রাসেল উৎসবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়। প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের মানস গঠন, শিশুমন ও মননের বিকাশ ঘটাতে এই আয়োজন করে।

শেখ রাসেল উৎসবে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর রবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ কুমার প্রমুখ। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইশতিয়াক আহমেদ, ইফতেখার আহমেদ, অর্পিতা সাহা, সূর্য সাহা, রনি আহমেদ, রাহাদ মিয়া ও মাহিন ইসলাম।‌

উল্লেখ্য, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র ২০২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর পর থেকেই কেন্দ্রটি পাঠাগার পরিচালনাসহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন