কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার রামপুরার বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

পুলিশ জানায়, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, উনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে ঘুমের মাঝে মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার বলো না তুমি…।’

শেয়ার করুন