ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন।
সোমবার (২১ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় এই আল্টিমেটাম দেওয়ার পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় ত্যাগ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলন শেষ করছি।
এর মাঝে দাবি মানা না হলে আগামী বুধবার (২৩ অক্টোবর) আবারও আন্দোলনে নামা হবে বলেন জানান শিক্ষার্থীরা।
এরআগে সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড় ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা ।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, নিউমার্কেট, আজিমপুর ও সায়েন্সল্যাবসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।