এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে: দুদু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বুধবার সকালে মন্তব্য করেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে এদিন সন্ধ্যায় তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। বলেন, ‘এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে।’

বুধবার সকালে একটি প্রতিবাদ সভার কথা উল্লেখ করে এদিন সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুদু বলেন, ‘আজ সকালের প্রতিবাদ সভায় আমার নামে যে বক্তব্য প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম সেটি যথাযথ হয়নি তাই তার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি।’

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে পারে যে শূন্যতা গণতান্ত্রিক ব্যবস্থা পুণ:প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। যে কারণে রাষ্ট্রপতির অপসারণ অথবা পদত্যাগের বিষয়টি ওই দৃষ্টিভঙ্গির সঙ্গে গ্রহণ করাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ।

বিএনপির এই ভাইস-চেয়ারম্যান আরও বলেন, ‘ভালো নির্বাচনের জন্য বিতর্কহীন একটি পরিস্থিতির প্রয়োজনে সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেই ব্যাপারটি গুরুত্ব সহকারে গ্রহণ করা জরুরি।’

এরআগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে দুদু বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে (রাষ্ট্রপতি) বিদায় করা জরুরি। যদি তাকে বিদায় না করে তাহলে কীভাবে বিদায় করতে হয় তা আমাদের জানা আছে।

শেয়ার করুন