পূর্ব লেবাননের বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলেছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বালবেকের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। সাম্প্রতিক ঘণ্টায় মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
এই অঞ্চলের গভর্নর বাচির খোদর লেবাননে ইসরায়েলের আক্রমণেরর পর থেকে এই অঞ্চলে সবচেয়ে সহিংস আক্রমণের নিন্দা করেছেন।
অপরদিকে ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলের ২৫ দিনের আগ্রাসন ও সামরিক অভিযানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
ওয়াফা নিউজ এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়ায় দুটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।
এজেন্সিটি যোগ করেছে, আল-ওমারি এবং ওবেইদ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছে।
বেইত লাহিয়ায় ছয়টি ভবনে ইসরায়েলের হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার একদিন পর বোমা হামলা হয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা বলেছেন, তারা ইসরায়েলি হামলা এবং উত্তর গাজা অবরোধের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে পারছে না, যা এখন চতুর্থ সপ্তাহে রয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২৭ শিশুসহ প্রায় ২৭১০ জন নিহত এবং ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ জন নিহত এবং এক লাখ এক হাজার ১১০ জন আহত হয়েছে। হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি বন্দী করা হয়েছে।