পীরগাছায় আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলায় ‘যেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) উপজেলার অন্নদানগরে পাঠাগার ভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’ এই অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তাপস মাহমুদ, সাকিল মাসুদ ও মাহাবুবা লাভীন।

কবি ও শিক্ষক কৃষ্ণ কমল বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মীর রবি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্নদানগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ উদ্দিন, সাতদরগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সাতদরগা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম সরকার, সগঠক জিল্লুর রহমান, আসাদুজ্জামান শিপনসহ স্থানীয় সুধীজন। এতে সভাপতিত্ব করেন অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইমান আলী।

আলোচনা পর্বে অতিথিদের বক্তব্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার শ্রেণি বৈষম্যহীন, দুর্নীতি ও দুর্বৃত্তায়মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়। অনুষ্ঠানে ‘যেমন বাংলাদেশ চাই’ শীর্ষক রচনা এবং শিশু উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শিত করা হয় শিশু-কিশোরদের আঁকা চিত্রকর্ম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বৃক্ষ। সেই সঙ্গে স্থানীয় অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সুমাইয়া আক্তার সাথী, রাজিয়া সুলতানা, মিন্নাতুন জান্নাত, ইফতেখার আহমেদ, অর্পিতা সাহা, ইশতিয়াক আহমেদ ও সূর্য সাহা। বিচারক প্যানেলে ছিলেন মাহাবুবা, জাহিদ হাসান ও পারভেজ হোসেন খোকন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত ও কবিতা পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী জয়ন্ত কুমার দাস ও বাংলাদেশ বেতারের গীতিকার নিরঞ্জন চন্দ্র রায় নীরুসহ প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের সদস্যরা।

শেয়ার করুন