মোকতাদির চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা ও বানোয়াট মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত কর্তৃক প্রেরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ, অসাংবিধানিক ও দখলদার সরকার কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, অসাম্প্রদায়িক ও নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার রূপকার, ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি, বিশিষ্ট লেখক ও কলামিস্ট যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী-কে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবারের সর্বস্থরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবার অবিলম্বে জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।

শেয়ার করুন