জয়ের সম্ভাবনায় এগিয়ে ট্রাম্প, গতি বেড়েছে কমলারও

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : এপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ আপডেট অনুযায়ী ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট।

তবে ইলেকটোরাল কলেজ ভোটে কমলার গতি বেড়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন বলে সবশেষ আপডেটে জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমস, বিবিসি, ভয়েস অব আমেরিকার।

উত্তর ক্যারোলিনায়ও ট্রাম্প জিতেছেন এবং জর্জিয়াকে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। জয়ের জন্য কমলা হ্যারিসকে সম্ভবত পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনকে সুইপ করতে হবে। তবে তিনটিতেই ট্রাম্পের সুবিধা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্য থেকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন যে প্রার্থী তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।

শেয়ার করুন