বিপ্লব, আমি তোমায় ভালোবাসি !
যখন ই ক্ষমতার গদিতে কেউ বসে আমার অধিকারে হাত দেয়, যখনি কেউ আমাকে বাধ্য করে তারমত করে ইতিহাস, বর্তমান আর ভবিষ্যতের স্বপ্ন বিশ্বাস করতে, তখনি আমি বিক্ষুব্ধ মিছিলের স্লোগানের সুর, ক্ষমতা না জনতা – জনতা জনতা।
বিপ্লব আমি তোমায় ভালোবাসি।
বিপ্লব, আমি তো তোমায় ভালোবাসি !
যখন মুখে রুমাল বেঁধে উন্মুক্ত রাজপথে পুলিশের টিয়ারশেলের ধোঁয়া পেছনে ফেলে খালি মুষ্টি বদ্ধ হাতে স্লোগান দিয়েছিলাম স্বৈরাচার নিপাত যাক – গনতন্ত্র মুক্তি পাক মুক্তি পাক,
আমি তো তখনো তোমায় ভালোবাসি।
বিপ্লব, আমি তো তোমাকে এখনো ভালোবাসি !
মাথায় পতাকা বেঁধে ঘর ছেড়ে যেদিন জলপাই রঙের সাঁজোয়া যান আর উর্দির সামনে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলাম ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ – জিন্দাবাদ,
আমি তো তখনো তোমাকেই ভালোবাসি।
বিপ্লব, আমি তো শেষ পর্যন্ত তোমায় ভালোবাসি !
মাত্র ই আমার হাত ধরে স্লোগানের – প্রতিস্লোগান টানা ভাইয়ের রক্তাক্ত শরির বয়ে নিয়ে যাওয়ার সময় ও যখন সে অস্ফুট স্বরে বলছে, লাঠি গুলি টিয়ার গ্যাস – জবাব দেবে বাংলাদেশ,
বিপ্লব বিশ্বাস কর সে অন্তিম মুহূর্তে ও আমি তোমায় ভালোবাসি !
কিন্তু হায়, কি করলে তুমি ? আমায় ঘরছাড়া করে তুমি আজ নষ্টের দখলে ! যারা দালালি করেছে আজন্ম, রাস্তার বেশ্যা থেকে শুরু করে নিজের মা’কে ও যারা স্বার্থের জন্য বিকিয়ে দিয়েছে খদ্দেরের কাছে, যারা শুকরের মাংস খেয়ে, শুকরের সাথে সহবাস করে, আবার শুকর কে ই পুজা করেছে – করছে;
তুমি তাদের সম্পত্তি হলে ? উলঙ্গ হয়ে শুয়ে গেলে তাদের বিছানায় !
বাহ্ বিপ্লব, বাহ্। তুমি হয়তো জানো না ভালোবাসলেই সব চাইতে বেশি ঘৃনা করা যায়, সে ঘৃনার তেজ কে ভয় করো – ভেবে দেখো তোমার খদ্দেরের চাইতেও কত বড় শক্তিশালী শোষক পালিয়ে গেছে আমার আগুনে !
আর তোমার ও তোমার এখনকার নষ্ট খদ্দেরের পরিনীতি ভাবো – যেদিন প্রতি বিপ্লব আসবে, তোমার কলিজা ছিঁড়ে আমি নিজে চিপাবো, তোমায় জীবিত রেখে ছাল তুলে নিবো শরিরের প্রতিটি ইঞ্চির ! একটা একটা করে তুলে নিব প্রতিটি দাঁত – নখ আর চোখ ! বিশ্বাস করো তখনো তোমাকে জীবিত রাখা হবে। মৃত্যুর দূত বিভৎসতা দেখে ভয়ে আসবে না, এত বিভৎস করা হবে তোমার শবের – ভয়ে মানুষ তোমার সৎকার অস্বীকার করবে, কুকুর – কাক – চিল – শকুন পালিয়ে যাবে বহুদূরে !
বিশ্বাস হয় না ? তুমি আমার প্রেমের আকুতি দেখেছো, ঘৃনার তীব্রতা দেখোনি।
একটু অপেক্ষা কর – আরো কিছুটা উপভোগ করো তোমার কামরস খসানোর উদ্দাম যৌনতা, এখনোতো কিছুটা রাত বাকি।
আমি প্রতি বিপ্লবের আওয়াজ শুনি – আমি ভোরের অপেক্ষা করি।